- Advertisement -

অস্কার অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস রককে চড় মারার ঘটনায় অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্স থেকে পদত্যাগ করেছেন অভিনেতা উইল স্মিথ।
এক বিবৃতিতে তিনি বলেছেন, তার আচরণ ছিল মর্মান্তিক, বেদনাদায়ক এবং অমার্জনীয়। অ্যাকাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন জানান, তারা উইল স্মিথের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তার বিরুদ্ধে যে শৃঙ্খলাভঙ্গজনিত কার্যক্রম শুরু হয়েছে, তা চলমান থাকবে।
তবে উইল স্মিথকে তার অস্কার ফেরত দিতে হবে না বলে জানিয়েছে ফোর্বস ম্যাগাজিন। গত রবিবার অস্কার অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে রসিকতা করায়, উপস্থাপক ক্রিস রককে চড় মারেন স্মিথ।
পিহা/ফই
- Advertisement -
