22 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪

দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো বলিউড সিনেমা ‘অ্যানিমেল’

বিশেষ সংবাদ

- Advertisement -

দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ভারতীয় চলচ্চিত্র তারকা রণবীর কাপুরের আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। বিশ্বব্যাপী এরই মধ্যে সাড়া ফেলেছে এ সিনেমা। সন্দীপ রেড্ডি পরিচালিত সিনেমাটি ভারতে মুক্তি পায় ১ ডিসেম্বর। এরপর থেকে বাংলাদেশেও মুক্তি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি দেওয়া হয়। যদিও ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির হরতাল-অবরোধের কর্মসূচির কারণে ডিসেম্বরে দেশীয় নতুন সিনেমা মুক্তি পাওয়ার খুব একটা সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

অ্যানিমেলে আশানুরুপ সাড়া মিললে পরবর্তী সপ্তাহে হলের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান কাট অ্যান্ড কাট এন্টারটেইনমেন্ট। এ প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

সিনেমাটির আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানিয়েছেন,বাংলাদেশে সিনেমাটির বৈশ্বিক সংস্করণ নয়, প্রদর্শিত হবে আরবদেশীয় সংস্করণ।

অ্যানিমেলকে রণবীর কাপুরের এখন পর্যন্ত সেরা সিনেমা হিসেবে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। ভারতীয় চলচ্চিত্র জগৎ বলিউডে আয়ের দিকেও এ সিনেমা রীতিমত ঝড় তুলেছে। মুক্তির প্রথম দিন অভ্যন্তরীণ এবং বৈশ্বিক আয় মিলিয়ে ১১৬ কোটি রুপি আয় করে সিনেমাটি হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে। বিশেষ কোন ছুটির দিনের বাইরে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের নজিরও অ্যানিমেলের। যদিও মুক্তির দুইদিন পর ৩ ডিসেম্বর রবিবার ভারতের সাপ্তাহিক ছুটি হওয়ায় সপ্তাহান্তের আয়ের হিসেবে ছুটির দিনের ইতিবাচক প্রভাব ছিলো। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য বলছে, চলচ্চিত্রটি ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনে প্রায় ৬৩ কোটি রুপি আয় করে। এ আয়ের মধ্যে তেলেগু সংস্করণের আয় ছিলো ১০ কোটি রুপি। প্রথম ৭ দিনে ভারতের অভ্যন্তরীণ সিনেমা হলগুলো থেকে এ সিনেমার আয় হয় প্রায় ৩৩৮ কোটি রুপি।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত