
রেকর্ড সংখ্যক পর্যটকের উপস্থিতিতে সরগরম পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এ বছরের সবচেয়ে বেশি পর্যটকের আগমনে তিল ধারনের ঠাই নেই সৈকতের জিরো পয়েন্টে। সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন পর্যটকরা।
নানা বয়সের হাজার হাজার পর্যটকদের ভিড়ে মুখরিত কুয়াকাটার সৈকত। একই জায়গা থেকে সূর্যদয় ও সূর্যাস্তের বিরল দৃশ্য অবলোকন করতে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মানুষ। শুটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউ বাগানসহ অধিকাংশ পর্যটন স্পট এখন পর্যটদের পদচারণায় মুখোর।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট প্রশাসন। নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি, মাঠে কাজ করছে টুরিস্ট পুলিশ। ঈদ আনন্দের এই মুহূর্তগুলোর মতো বাকি দিনগুলোও আনন্দের হয়ে উঠবে এমন প্রত্যাশা সকলের।
