27 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

বাচসাসের সভাপতি ফাল্গুনী হামিদ, সাধারণ সম্পাদক শপথ চৌধুরী

বিশেষ সংবাদ

Abhishek Sinha Roy
Abhishek Sinha Royhttps://nagorik.com
Abhishek Sinha Roy is a Broadcast Journalist. Currently, he is the Chief Executive News Producer of Nagorik TV.
- Advertisement -

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচনে ফাল্গুনী হামিদ পুনঃরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শপথ চৌধুরী।

গত ১৪ আগস্ট সিনিয়র সাংবাদিক ও বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার রফিকুজ্জামান চুড়ান্ত প্রার্থীতালিকা ঘোষনা করেন। অন্য কোন বৈধ প্রার্থী না থাকায় ফাল্গুনী হামিদ ও শপথ চৌধুরীর প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষনা করে বাচসাস নির্বাচনের ৫ সদস্যের নির্বাচন কমিশন বোর্ড।


জানা গেছে, একমাত্র সভাপতি পদে ফাল্গুনী হামিদের বিপরীতে কাজী ফারুখ বাবুল মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ ছিল বলে তার প্রার্থিতা বাতিল করা হয়।
বাচসাসের নির্বাচন হওয়ার কথা ছিল ১ সেপ্টেম্বর এফডিসিতে। কিন্তু প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ১ সেপ্টেম্বর আর কোন ভোট করার প্রয়োজন হচ্ছে না। আগামী ২ বছরের জন্য নির্বাচিত কার্যকরী কমিটিতে আছেন দেশের সেকল সেরা গনমাধ্যমের বিনোদন সাংবাদিকরা।


সভাপতি ও সাধারন সম্পাদক ছাড়া অন্য নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন,

সি:সহসভাপতি- আবিদা নাসরিন কলি,

সহসভাপতি- সৈকত সালাউদ্দিন,

সহসাধারন সম্পাদক- সৈয়দ মইনুল হক রোজ,

অর্থ সম্পাদক- মইন আব্দুল্লাহ,

সাংগঠনিক সম্পাদক- লিমন আহমেদ,

আর্ন্তজাতিক ও গবেষনা সম্পাদক-জনি হক,

ক্রীড়া সম্পাদক- মাহমুদ মানজুর,
সমাজকল্যান ও মহিলা বিষয়ক সম্পাদক- শ্রাবনী রাখি,

প্রচার ও প্রকাশনা সম্পাদক-মীর সামী,

দপ্তর সম্পাদক: মোহাম্মদ মনিরুজ্জামান ভূইয়া।
কার্যনির্বাহি সদস্যরা হলেন, ইব্রাহিম খলিল খোকন, তুষার আদিত্য, রেজাউল করিম রেজা, এম এস রানা, শফিক আল মামুন, দাউদ হোসেন রনি,আল কাছির ভুইয়া, এ.টি.এম মাকসুদুল হক এবং কামরুজ্জামান বাবু।
নির্বাচন কমিশন বোর্ডে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রফিকুজ্জামান, এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রেজাউল হক শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন এবং মোহাম্মদ জসিম উদ্দিন।

পুনঃনির্বাচিত হয়ে ফাল্গুনী হামিদ বলেন, আগেরবার যখন নির্বাচিত হলাম, তখন করোনার কারনে প্রায় ১৫ মাস আমরা অনেকগুলো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তারপরেও আমরা বিভিন্ন ত্রান কার্যক্রম চালু করেছিলাম। চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে সভা করেছি। একটি সফল পরিবার দিবস করেছিলাম। এবারে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই।
সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে শপথ চৌধুরী বলেন, সুসাংবাদিকতার দিকে জোর দিতে চাই। আমাদের সাংবাদিকদের পেশাগত কাজে যেন কোন সমস্যা না হয়, সাংবাদিকদের কল্যানে যা যা করা দরকার এবং সর্বশেষ কমিটি যে ধারাবাহিকতায় কাজ করেছে, তা এগিয়ে নেওয়া এবং সৃজনশীল কিছু করার চেষ্টা করবো।

বাচসাস নির্বাচন (২০২২-২০২৪)

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত