
যাদু ডিজিটাল ও একুশে ডিজিটাল দিবে স্বচ্ছ টিভি দেখার নিশ্চয়তা। যাদু ডিজিটাল ও একুশে ডিজিটাল একসাথে নিয়ে আসছে ডিজিটাল টিভি সার্ভিস ।
২৪ সেপ্টেম্বর নবোদয় কনভেনশন সেন্টারে যাদু ডিজিটাল ও একুশে ডিজিটাল ‘ডিজিটাল ক্যাবল টিভি’ কার্যক্রমের সূচনা করে। উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
যাদু ডিজিটাল দেশের সবচেয়ে বড় ক্যাবল টিভি নেটওয়ার্কের মধ্যে অন্যতম। এর কর্ণধার ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক। একুশে ডিজিটাল এবং যাদু ডিজিটালের এই যৌথ উদ্যোগের ফলে মোহাম্মদপুর ও মোহাম্মদপুরের আশেপাশের এলাকার বাসিন্দারা ডিজিটাল ক্যাবল টিভি সেবা উপভোগ করতে পারবেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর এলাকার এমপি জাহাঙ্গীর কবীর নানক ও যাদু ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক।
আহা//মাও
