
আজ ২ জুলাই, সোমবার। বাংলা মাসের ১৮ আষাঢ় ১৪২৫, ১৭ শাওয়াল ১৪৩৯ হিজরি।
নাগরিক আপনাদের জন্য সরাসরি সম্প্রচার করছে ফিফা বিশ্বকাপ ২০১৮। রাশিয়া থেকে প্রতিটি খেলা উপভোগ করুণ নাগরিক টিভিতে।
দুপুর ২টা ১৫ মিনিটে দেখবেন নাগরিক সিনেমা। আজ দেখবেন বাংলা চলচ্চিত্র গরিবের মন অনেক বড়। অভিনয়ে, আমিন খান, নিপুন, পূর্ণিমা, মিজু আহাম্মদ, সাদেক বাচ্চু, কাবিলা, নাসরিনসহ আরও অনেকে।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দেখবেন মারিয়া নূরের উপস্থাপনায় ফুটবল পা-গোল। এই অনুষ্ঠানে তারকারা আসেন, তাঁদের পছন্দের দল নিয়ে কথা বলেন। প্রতিপক্ষের দলের দূর্বলতা খুঁজে বের করেন। দলগুলোর খেলোয়াড় এবং কোচদের প্রোফাইল, দলগুলোর সম্ভাবনা নিয়ে ফাটাফাটি বিশ্লেষণ দেখবেন এই অনুষ্ঠানে। তারকারা কি ভাবছে আনপ্রেডিক্টেবল রাশিয়া বিশ্বকাপ নিয়ে, তা জানতে হলে চোখ রাখুন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নাগরিক টিভিতে।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাগরিক আপনাদের নিয়ে যাবে রাশিয়ায়। যেখানে আজ মুখোমুখি হবে ব্রাজিল ও মেক্সিকো।
ম্যাচের ফলাফল আসলে কি হবে তা বলা কঠিন। গ্রুপ পর্বে জার্মানিকে হারিয়ে সবাইকে অবাক করে দিয়েছে মেক্সিকো। আর সুইজারল্যান্ডের সাথে ড্র করেছিল ব্রাজিল। অঘটনের বিশ্বকাপ আরও কি দেখায় সেটাই দেখার বাকি। ম্যাচ কি অতিরিক্ত সময়ে যাবে, নাকি ট্রাইব্রেকারে ?
ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচ শেষে শুরু হবে যাবে ফুটবল ফাটাফাটি।
যেখানে দেখানো হবে ব্রাজিল ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের সেরা মুহুর্তগুলো। আর দুই দলের খেলার ভাল মন্দ দিকগুলো নিয়ে আলাপ করবেন অতিথিরা। ফুটবল ফাটাফাটি দেখবেন রাত ৯টা ৫৭ মিনিটে।
১০টা ৫০ মিনিটে মারিয়া নূর আবার হাজির হবেন ফুটবল পা-গোল নিয়ে। যেখানে আজ বেলজিয়াম ও জাপান ম্যাচ নিয়ে আলোচনা হবে।তারকারা আসবেন, প্রিয়দল নিয়ে কথা বলবেন।
বেলজিয়ামকে ধরা হচ্ছে এবারের আসরের অন্যতম শক্ত প্রতিপক্ষ, আর জাপান কম নয়। হন্ডার ক্যারিশমায় তাক লাগিয়ে দিচ্ছে জাপান।
ফুটবল পা-গোল শেষে নাগরিক চলে যাবে সরাসরি রাশিয়াতে। রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি দেখা যাবে বেলজিয়াম বনাম জাপানের ম্যাচ।
জাপান বেলজিয়ামের খেলা শেষে আবার শুরু হয়ে যাবে ফাটাফাটি ফুটবল। বেলজিয়াম ও জাপানের ম্যাচের সেরা মুহূর্তগুলো। আর দুই দলের খেলার ভাল-মন্দ দিকগুলো নিয়ে আলাপ করবেন অতিথিরা।
দেখতে থাকুন নাগরিকের বৈচিত্র্যময় আয়োজন। সঙ্গে থাকুন নাগরিকের।
যুক্ত থাকুন নাগরিকের ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ওয়েব সাইট ব্রাইজ করে জেনে নিন দেশ বিদেশের সংবাদ, খেলাধুলা, অর্থ-বাণিজ্য, বিনোদন সব সব খবর।
নাগরিক টিভির YouTube Channel- এ খবর, নাটক, টক শো এবং বিশ্বকাপ ফুটবল নিয়ে ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
