
নাগরিক সরাসরি সম্প্রচার করছে ফিফা বিশ্বকাপ ২০১৮। রাশিয়া থেকে প্রতিটি খেলা উপভোগ করুন নাগরিকে।
২টা ৫০ মিনিটে দেখবেন নাগরিক সিনেমা। আজ দেখবেন বাংলা চলচ্চিত্র ‘ভয়ঙ্কর বিষূ’। অভিনয়ে রিয়াজ, শাবনূরসহ আরও অনেকে।
সন্ধ্যা ৭টায় মারিয়া নূরের উপস্থাপনায় দেখবেন ‘ফুটবল পা-গোল’। এই অনুষ্ঠানে তারকারা আসেন, তাদের পছন্দের দল নিয়ে কথা বলেন। প্রতিপক্ষের দলের দূর্বলতা খুঁজে বের করেন। দলগুলোর খেলোয়াড় এবং কোচদের প্রোফাইল, দলগুলোর সম্ভাবনা নিয়ে ফাটাফাটি বিশ্লেষণ দেখবেন এই অনুষ্ঠানে।
২০১৮ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ৩য় খেলায় আজ রাত ৮টায় মুখোমুখি হবে স্পেন ও রাশিয়া। রাশিয়া থেকে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন।
স্পেন ও রাশিয়ার খেলার পর ১০টায় দেখবেন, ফুটবল ফাটাফাটি। যেখানে দেখানো হবে ম্যাচের সেরা মুহূর্তগুলো। আর দুই দলের খেলার ভাল-মন্দ দিকগুলো নিয়ে আলাপ করবেন অতিথিরা।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ৪র্থ খেলায় দিবাগত রাত ১২টায় মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ডেনমার্ক।
খেলার আগে রাত ১০টা ৫০ মিনিটে মারিয়া নূর আবার হাজির হয়ে যাবেন ফুটবল পা-গোল নিয়ে। যেখানে আজ ক্রোয়েশিয়া ও ডেনমার্কের ম্যাচ নিয়ে আলোচনা হবে। তারকারা আসবেন, প্রিয়দল নিয়ে কথা বলবেন। আমরা এর আগে দেখেছি মারিয়া নূরের অনুষ্ঠানে অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়া সাংবাদিক, লেখক, সঙ্গীতশিল্পীরা আসেন।
পা-গোলের পর শুরু হয়ে যাবে ক্রোয়েশিয়া ও ডেনমার্কের খেলা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে খেলবে এই দুই দেশ।
ক্রোয়েশিয়া ও ডেনমার্কের ম্যাচ শেষে আবার শুরু হয়ে যাবে ফুটবল ফাটাফাটি। খেলা সারা মুহূর্তগুলো দেখানো হবে এই অনুষ্ঠানে। উপস্থিত থাকবেন কোনো তারকা অতিথি।
জাআ//
