- Advertisement -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস আসলেই একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। এই অপশক্তি এডিস মশার থেকেও ভয়ংকর।
রোববার রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত মশক নিধনে পরিচ্ছন্নতা কর্মসূচির শুরুতে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা যখন ডেঙ্গু নিয়ে ব্যস্ত, তখন এই অপশক্তি যাতে কোন অশুভ তৎপরতা চালাতে না পারে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, যতদিন পর্যন্ত এডিস মশা নিয়ন্ত্রণে না আসবে, ততদিন আওয়ামী লীগের এই পরিছন্নতা কর্মসূচি চলবে। ঈদে ঘরমুখো মানুষকে ডেঙ্গু বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
আশা/শাই/ফই
- Advertisement -
