
বিপিএলে কাল থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব। দিনের প্রথম ম্যাচে দুপুর দুইটায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ টেবিলের শীর্ষে থাকা সিলেট। সন্ধ্যা সাতটায় চট্টগ্রামের মুখোমুখি হবে বরিশাল।
নিজেদের শহরে ভালোবাসায় সিক্ত সিলেট স্ট্রাইকার্স। শত শত বাইকে এসে, ম্যাশদের স্বাগত জানালো ভক্তরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিকে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড়। রংপুর রাইডার্সের বিপক্ষে আগামীকাল দুপুরেই মাঠে নামবে মাশরাফীরা।
অন্যদিকে আগেই অনুশীলন শুরু করে দিয়েছে পয়েন্ট টেবিলের চারে থাকা রংপুর রাইডার্স। সোহানদের প্রতিপক্ষ কঠিন হওয়ায় এই ম্যাচে আলাদা প্রস্তুতি নিচ্ছেন তারা। ফর্মে থাকা শোয়েব মালিকই ভারসা মাশরাফীদের বিপক্ষে।
এদিকে, শেষ ম্যাচে জয় পায়নি সাকিবের বরিশাল। সিলেটের কাছে মাত্র দুই রানের হার এখনো পোড়াচ্ছে। চট্টগ্রামের বিপক্ষে জয় পেতে তাই অনুশীলনে ঝালিয়ে নিয়েছে বরিশাল। তলানীতে থাকার দুর্বলতটাকেই কাজে লাগাতে চায় সাকিবরা।
টানা হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ ম্যাচে একদম আলো ছাড়াতে পারেনি শুভাগত হোমরা। তবে সবাই ব্যর্থ হলেও আলো ছড়িয়েছেন চট্টগ্রামে কাপ্তান। সাকিবরা শক্তিশালী হলেও চমক দেখাতে চায় তরুণদের নিয়ে গড়া এই দলটি। কাল সন্ধ্যা সাতটায় জয় দিয়েই সিলেট পর্ব শুরু করতে চায় শুভগতরা।
