29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

উদ্বিগ্ন হওয়ার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদ

- Advertisement -

যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার মতো কোন পরিস্থিতি দেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন, পররাষ্ট্রমন্ত্রী । সকালে কক্সবাজারে আন্তর্জাতিক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী আরো জানান, দেশে বিরোধী রাজনৈতিক দল কিংবা মতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।

বিশ্বের পরাক্রমশালী অন্তত দুই ডজন নৌবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে  বঙ্গোপসাগরের কোলঘেষা কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ। সমুদ্রের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানে দ্বিতীয় দিনে ছিলো এক বিশেষ সেমিনার।

যেখানে সমুদ্রের সুনীল অর্থনীতি, একই সমুদ্রে পাশ্ববর্তী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যার মতো বিষয়গুলো উঠে আসে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে নেয়ার যে ঘোষনা মার্কিন সরকার দিয়েছে, তা নিয়ে সরকারের মনোভাব তুলে ধরেন। তিনি বলেন, এটি আসলে সমাধান নয়। বাংলাদেশ চায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে।

সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গও। জবাবে পররাষ্ট্র মন্ত্রী দাবি করেন, সরকার বিরোধী রাজনৈতিক দল কিংবা মতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।

মঙ্গলবার ঢাকার রাজনৈতিক উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র যে উদ্বেগ জানিয়েছে, তার পেছনে দেশের এক সাংবাদিকের প্ররোচনা ছিলো বলে অভিযোগ করেন পররাষ্ট্র মন্ত্রী।

মন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার মতো কোন পরিস্থিতি বাংলাদেশ তৈরি হয়নি।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত