
দেশের উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থানে কাজ করছে সরকার। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেডে, একথা বলেন সরকারপ্রধান। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।
দেশ ও মানুষের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকারের শপথ নিলেন, বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের, ১৯২ জন শিক্ষার্থী।বাংলাদেশ মেরিন একাডেমির প্যারেড মাঠে অনুষ্ঠিত, মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড নামক এই সমাপনীতে, ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার পক্ষে, কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।অনুষ্ঠানে দেয়া বক্তৃতায়, শিক্ষার্থীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।মেরিন একাডেমির উন্নয়নে নানান উদ্যোগের কথাও তুলে ধরেন সরকারপ্রধান।করোনার টিকা নেয়ার সঙ্গে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
