24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

ঋণ প্রস্তাব আইএমএফের বোর্ডে উঠবে ৩০ জানুয়ারি

বিশেষ সংবাদ

- Advertisement -

সরকার তড়িঘরি করে বিদ্যুতের দাম বাড়ালো। আগেই বেড়েছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। লক্ষ্য, ভর্তুকি কমানো। মানুষের ওপর চাপ বাড়লেও, আইএমএফের ঋণ পাওয়ার শর্তগুলো এমনই। সাড়ে চারশো কোটি ডলার ঋণ নিয়ে আলাপ করতে, সংস্থাটির ডিএমডি এখন ঢাকায়। সরকারের নেয়া পদক্ষেপে সন্তোষ জানাচ্ছেন তিনি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তনেইত মনসিও সায়েহ ঢাকায় ৫ দিনের সফরে। সকালে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি। যেখানে তার দুদিনের বৈঠকের বিষয়টি স্পষ্ট করেছেন।

অ্যান্তনেইত মনসিও সায়েহ বলছে, চলতি মাসের ৩০ তারিখ আইএমএফ বোর্ডে যাবে বাংলাদেশের ঋণ প্রস্তাবটি। তার আশা, সেখানে অনুমোদন হবে ৪৫০ কোটি ডলারের ঋণ প্রস্তাব।

গত রাতে বৈঠক করেছেন অর্থমন্ত্রীর সঙ্গে। গতকাল সকালে বসেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহীদের সঙ্গে। ঋণের শর্ত নিয়ে আলাপ আলোচনা হলেও বাংলাদেশ ব্যাংক তা অস্বীকার করেছে।

ঋণ চূড়ান্ত অনুমোদনের আগে শর্ত পূরণের পথে হাঁটছে সরকার। কমানো হচ্ছে ভর্তুকি। গ্যাস, বিদ্যুতসহ জ্বালানির দাম বেড়েছে। আইএমএফ চায়, মোট দেশজ উৎপাদন বা জিডিপি অনুপাতে রাজস্ব বাড়ুক। ব্যাংকিং খাতে সুশাসন জোড়ালো করার তাগিদ, সঙ্গে কমাতে হবে খেলাপি ঋণ।

এদিকে, সকালে আইএমএফ দল যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে। সকাল ১০টায় গণভবনে হয় বৈঠকটি। যেখানে ছিলেন অর্থমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত