
বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় চাপ সামলাতে লোডশেডিং দিতেই হবে। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোন এলাকায় কতক্ষণ হবে, তা আগে জানিয়ে দেয়া হবে। সকালে চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বেড়েছে। এই অবস্থায় জ্বালানি তেল ও এলএনজি আমদানি সাময়িক বন্ধ রাখা হয়েছে। এতে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। তাই পরিস্থিতি বিবেচনায় লোডশেডিং দিতেই হবে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, শিগগিরই এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সময়সূচি ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর যুদ্ধের কারণেও বিশ্বে বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনে দেশে ফিরে এসেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
