30 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

কাশ্মীর: বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

বিশেষ সংবাদ

- Advertisement -

কাশ্মীর ইস্যু নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি।

মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

পাকিস্তানের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত অবৈধ এবং একতরফাভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।’

এক মাসজুড়ে কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির হয়েছে বলে উল্লেখ করে মাখদুম শাহ জানান, সেখানকার পরিস্থিতি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের ওপর গুরুত্ব দিয়েছেন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

জাহা/শাই

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত