
কুমিল্লায় শুরু হয়েছে বিএনপির গণসমাবেশ। প্রতিটি সড়কে স্লোগানে স্লোগানে নেতাকর্মীদের ঢল। নির্ধারিত সময়ের আগেই সমাবেশ স্থলে হাজারো নেতাকর্মীদের সরব উপস্থিতি। যা সমাবেশের স্থান পেরিয়ে চলে গেছে আশপাশের রাস্তায়।
বিএনপির অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো কুমিল্লার গণসমাবেশের আগে নেই বাস ধর্মঘট। তারপরেও যে কোন প্রতিবন্ধকতার শংকায় নোয়াখালী ফেনী লক্ষীপুর সহ আশপাশের জেলার নেতাকর্মীরা একদিন আগেই কুমিল্লায় প্রবেশ করেন।
শুক্রবার রাতেই হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে সরব হয়ে ওঠে কুমিল্লার টাউন মাঠ। অনেকেই রাত কাটান সেখানে।
সকাল হতেই শহরের প্রতিটি সড়ক মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে ওঠে। সমাবেশ স্থল ছাড়িয়ে জনসমাগমে পূর্ণ হয়ে যায় আশপাশের এলাকাও।
দুপুর ১২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই শুরু হয়। স্থানীয় নেতাদের পর বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতারা।
বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে ১২ অক্টোবর থেকে পর্যায়ক্রমে বিভাগীয় সমাবেশ করে আসছে দলটি। যা দশ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।
