
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার নয়াপল্টনে খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সমাবেশে একথা বলেন তিনি।
সরকার পতনের মধ্য দিয়ে, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
দুর্নীতির মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী থেকে কারাভোগ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার নি:শর্ত মুক্তির দাবিতে পল্টনে বিএনপির আয়োজনে এ জনসভা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার মুক্তি দিতে সরকারকে বাধ্য করতে হবে। সেই সাথে সরকারের পতন ঘটিয়ে ফিরিয়ে আনতে হবে জনগনের অধিকার।
সরকার আদালতকে প্রভাবিত করছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বলেন, এ কারনে বেগম জিয়াকে আইনী প্রক্রিয়ায় মুক্ত করা সম্ভব হচ্ছে না। রাজপথের আন্দোলনেই তাকে মুক্ত করার ঘোষণা দেন নেতারা।
সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির জন্য আগামী শনিবার বিক্ষোভ কর্মসুচির ঘোষনা দেওয়া হয়।
রাশেদুল কাদির/ফই
