
আগামী নির্বাচন নিয়ে কথার যুদ্ধে সরগরম দেশের বড় দুই দল। বিএনপি মহাসচিব বলেছেন, খালেদা জিয়ার মুক্তির আগে, কোনো নির্বাচন নয়। এদিকে, ব্যর্থতার কারণে দলটির সব নেতাকে পদত্যাগের আহবান আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের।
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে, এখনো দ্বিধায় বিএনপি। তবে বসে নেই তারা। আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে, নেমে পড়েছে ঘর গোছাতে।
সকালে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। তাতে অংশ নিয়ে, আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য বেশকটি শর্ত ছুড়ে দেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, রীতিমতো ঘোষণা দিয়ে ঘর গোছাচ্ছে আওয়ামী লীগ। সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি মহাসচিবের কথার জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রতিপক্ষের জবাব দেয়ার পাশাপাশি, স্থানীয় নেতা-কর্মীদের আগামী নির্বাচনের আগেই দলের সব বিরোধ মিটিয়ে ফেলার আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাজু হামিদ/ফই
