24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

দীপন হত্যা: ৮ আসামির মৃত্যুদণ্ড

বিশেষ সংবাদ

- Advertisement -

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায়, আট জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আলোচিত এই হত্যা মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন- আনসার আল ইসলামের আট সদস্য। আসামিদের মধ্যে বরখাস্ত মেজর জিয়া ও আকরাম হোসেন পলাতক।

সকালে বিশেষ ব্যবস্থায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করা হয়, বহুল আলোচিত দীপন হত্যা মামলার ছয় আসামিকে। বাকি দুই আসামি পলাতক।

সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত রায় ঘোষণা করে। হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতা প্রমাণ হওয়ায়, আট আসামির সবাইকে মৃত্যুদন্ড দেন বিচারক।


আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আনসারুল্লাহ বাংলা টিম সাংগঠনিকভাবে দীপনকে হত্যা করে। যারা কেবল বই প্রকাশের কারণে মানুষ হত্যা করতে পারে, তারা জাতি ও রাষ্ট্রের শত্রু।

হত্যা মামলার আসামিরা হল, আনসারুল্লাহ বাংলা টিমের আট সদস্য। যাদের মধ্যে জিয়া ও আকরাম হোসেন পলাতক। গত ২৩ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে, ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্ত জঙ্গিরা।

শুভ/লিশা

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত