
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণহানি ৬ হাজার ছাড়িয়েছে। নতুন শনাক্ত ১ হাজার ৫১৭ জন। মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। সুস্থতার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯০ শতাংশ। আর সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন নারী। মোট মৃত্যু ৬ হাজার ৪ জন।
দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।
তাঁরা সতর্কবার্তাও জানিয়েছে, টিকা আসার আগপর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। মাস্ক পরা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব মেনে চলা। তা না হলে সংক্রমণ আবার বেড়ে যাওয়ার আশঙ্কা।
