24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

‘ধর্মের নামে বিপথে যাওয়া রোধ করতে মডেল মসজিদ’

বিশেষ সংবাদ

- Advertisement -

ধর্মের দোহাই দিয়ে কেউ যাতে বিপথে নিতে না পারে, সেজন্য সারা দেশে মডেল মসজিদ তৈরি করছে সরকার। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, দ্বিতীয় দফায় ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করে তিনি বলেন, সব ধর্মের মানুষ যাতে নিশ্চিন্তে ধর্ম চর্চা করতে পারেন, এমন পরিবেশ তৈরিতে কাজ চলছে।

নামাজ আর ইসলামের শিক্ষাকে সঠিকভাবে আয়ত্ত করা, সেই সাথে যাপিত জীবনে সেগুলোর চর্চার লক্ষ্যে, সারা দেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার।

সারাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মোট ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ধারাবাহিকতায়, দ্বিতীয় দফায় উদ্বোধন হলো, ৫০টি মসজিদ। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে, ৪৫টি উপজেলা আর পাঁচটি জেলায় মসজিদগুলোর উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী বক্তব্যে মডেল মসজিদ তৈরির মূল কারণ তুলে ধরেন, সরকার প্রধান।  

সন্ত্রাস-জঙ্গিবাদ কিংবা মাদকের মতো বিষয়ে মানুষকে সচেতন করতে, মসজিদে ইমাম-খতিবদের বয়ানের আহবান জানান, প্রধানমন্ত্রী।

এরআগে, ২০২১ সালের ১০ জুন প্রথম দফায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত