29 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৬, ২০২২

পঞ্চগড়ে নৌকাডুবতিে আরও ৯ মরদহে উদ্ধার

বিশেষ সংবাদ

- Advertisement -

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মোট প্রাণহানি ৩৩ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে ছবি নিয়ে নদীতীরে ভিড় করছেন স্বজনেরা। প্রাথমিক তদন্তের তথ্য বলছে, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করায় দুর্ঘটনা ঘটেছে।

দুর্গাপূজার মহালয়া উপলক্ষে শতাধিক যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে এবং একপর্যায়ে সেটি ডুবে যায়।

নৌকাডুবির ঘটনায় সকালে এক শিশুসহ আরও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ জন নারী, ১০ শিশু ও ৭ পুরুষসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এদের মধ্যে ৩১ জনকে শনাক্ত করা গেছে। এখনও নিখোঁজ অন্তত ৬৫ জন। ঘটনাস্থলের আশেপাশে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

অতিরিক্ত যাত্রী নেয়ার কারণেই নৌকাটি ডুবে গেছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এ কথা জানান জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়। ঘাট ব্যবস্থাপনায় ইজারাদারের দায়িত্বে অবহেলা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার পর থেকেই ইজারাদার পলাতক আছেন।

নিখোঁজ যাত্রীরা স্রোতের তোড়ে হয়তো দূরে ভেসে গেছেন। তাই আশপাশেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রিয়জনকে খুঁজে পাওয়ার আশায় ছবি নিয়ে নদীতীরের অপেক্ষায় আছেন স্বজনেরা।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত