27 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১২, ২০২২

পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদ

- Advertisement -

সোমবার সকাল ৮ টায় গণভবন থেকে সড়ক পথে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮:৪৮ এ মাওয়া টোল প্লাজায় টোল দেন তিনি। এরপরে কন্যা ও পুত্রকে নিয়ে কিছু সময় সেতুতে অবস্থান করেন। পরবর্তিতে জাজিরা প্রান্তের সেতু ফলক পরিদর্শন করে সার্ভিস এরিয়া-২ এ বিশ্রাম নেন প্রধানমন্ত্রী ও তার পুত্র, কন্যা। ১০:১৫ এর সময় আবার যাত্রা শুরু করে ১১:৩৯ এ টুঙ্গিপাড়ায় পৌছান প্রধানমন্ত্রী।

১২ টায় জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সাথে পরিবারের সদস্যরাও  উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলে।

সড়ক পথে টুঙ্গিপাড়ায় আসার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে মহাসড়কের দুই পাশে অবস্থান নেন হাজার হাজার নারী-পুরুষ। তবে নিরাপত্তার কারণে তাদের সরিয়ে দেয় পুলিশ।

এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিবেন।পরে তিনি নিজ বাসবভনে অবস্থান করবেন। বিকাল চারটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে সরকার প্রধানের।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত