
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন কিভাবে নির্বাচন পরিচালনা করবে সে ব্যাপারে কোন পরামর্শ নেই ভারতের। তবে বাংলাদেশের মানুষ একটি ভালো নির্বাচন চায়। বলেছেন, ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
সকালে নাগরিক টেলিভিশনে পরির্দশনে এসে এ অভিমত দিয়েছেন। এসময় তিনি ব্যবসার পরিবেশ উন্নতিতে মনোযোগ দেয়ার পরামর্শ দেন।
সকালে নিকুঞ্জে এলাকায় নাগরিক কার্যালয় পরিদর্শনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী। এ কূটনীতিক বার্তা, অনুষ্ঠানসহ নাগরিকের কার্যক্রম ঘুরে দেখেন।
বার্তা প্রধান দীপ আজাদসহ জেষ্ঠ্য সাংবাদিকসহ কলাকূূশলীদের সঙ্গে আলাপ করেন। পরে কথা বলেন, দুদেশের নিরব সর্ম্পক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, তিস্তা চুক্তি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে।
তিস্তা চুক্তির বিষয়ে বলেন, সাম্প্রতিক বন্যা দুই দেশের পানি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করলেও, বলছেন, রপ্তানি বহুমুখী করন করতে হবে, ব্যবসার পরিবেশ উন্নতি করতে হবে।
এ কূটনীতিক নাগরিক কার্যালয়ে অবস্থান করেন প্রায় এক ঘণ্টার কিছু বেশি সময়।
