
যুদ্ধ-বিগ্রহে বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া অবিশ্বাস দূর করার প্রত্যয়ে শুরু হলো, ৭৮তম জাতিসংঘ সাধারণ অধিবেশন। যার দ্বিতীয় দিনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনে তিনি বৈঠক করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো টানাপড়েন নেই।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৃষ্টিস্নাত দিনে বসেছে বিশ্বনেতাদের ৭৮তম জাতিসংঘ সম্মেলন। ইস্ট নদীর তীরে এই মুক্ত আলোচনায় থাকছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি, জলবায়ু সংকট ও অর্থায়ন এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক সংকটগুলো।
বিশ্বের অন্যান্য সরকার ও রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশের সরকারপ্রধান শেখ হাসিনা। প্রথমদিনে অংশ নেননি সাধারণ অধিবেশনে। দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের সঙ্গে।
প্রধানমন্ত্রীর পক্ষে এসডিজি আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দিনশেষে আসেন সংবাদ সম্মেলনে। জানান, হাঙ্গেরির সঙ্গে শিক্ষা ও পরমাণুসহ তিনটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। যা একটি মাইলফলক। বলেন, প্রভাবশালী দেশগুলোর অংশগ্রহণ কম হওয়া ভালো কোনো লক্ষণ নয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টানাপোড়েন, তা গণমাধ্যমের সৃষ্টি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।
সাধারণ অধিবেশনে আগামীকাল অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও যোগ দেবেন এদিনে। এদিকে, কাল বেশকটি বৈঠক ও বাইডেনের দেয়া অভ্যর্থনায় অংশ নিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবদুল্লাহ শাফী, নাগরিক, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
