
নরসিংদীতে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে এক দম্পতিসহ প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন। আরোহীদের তিনজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জেলার শিবপুর উপজেলায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটিতে মোট পাঁচজন ছিলেন। তারা সিলেটে পিকনিক শেষে ঢাকায় ফিরছিলেন। শিবপুরের কারার চর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। ভেতরে থাকা চার যাত্রী নিহত হন। একজন গুরুতর আহত হন। সংঘর্ষের পর বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন আরোহী নিহত হন। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। আমরা বাস ও প্রাইভেট কারটি উদ্ধার করেছি। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
