
ব্যাংকিং খাতে অনিয়ম-জালিয়াতিতে উদ্বেগ জাানিয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদরা। তারা এসব অনিয়ম নিয়ে, কেন্দ্রীয় ব্যাংকের শক্ত পদক্ষেপ নেয়া আহবান জানিয়েছেন। মূল্যস্ফীতির চাপ থেকে রেহাই দিতে, ঋণের সুদহারের সীমা প্রত্যাহারের পরামর্শ তাদের।
দেশের অর্থনীতি সংকটে। যদিও সংকট অনেকটা বৈশ্বিক কারণে, তা স্বীকার করছেন সবাই। তবে সংকট থেকে বেরিয়ে এসেছে আর্থিক খাতে দুর্বলতা। সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিকালে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক।
আমন্ত্রণ জানানো হয় দেশের বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদকে। বৈঠকে, ব্যাংকিং খাতে জালিয়াতি নিয়ে অর্থনীতিবিদরা তাদের উদ্বেগ জানিয়েছেন। বলেছেন, রাজনৈতিক চাপ মোকাবিলা করে এসব ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে।
পিআরআই, বিআইডিএস, সানেমসহ কয়েকটি বেসরকারি গবেষণা সংস্থা থেকে জ্যেষ্ঠ অর্থনীতিবিদরা বৈঠকে যোগ দেন। তারা মূল্যস্ফীতি থেকে মানুষকে রেহাই দিতে সুদ হারের সীমা প্রত্যাহারের সুপারিশ করেন।
অর্থনীতিবিদদের পরামর্শের জবাবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জালয়াতির বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছে। আর সুদহারের সীমা থেকে সরে যাবে আস্তে আস্তে। বৈঠকটি নিয়মিত বলেও জানায় বাংলাদেশ ব্যাংক।
