32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

ভারতকে কঠিন হুঁশিয়ারি ইমরান খানের

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাম্মীরকে সংবিধানের মাধ্যমে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করার পর এখন ওই অঞ্চলে ভারত সরকার ধ্বংসযঞ্জ চালাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, কাশ্মীর ইস্যুটি বিশ্বের প্রতিটি ফোরামে তুলে ধরবেন।

 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরে জনগণের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তা আড়াল করার চেষ্টা করবে ভারত। আর সেই ধ্বংসযজ্ঞের দোষ পরবে পাকিস্তানের উপর।

 

ইমরান খান আরও বলেন, আমার তো ভয় হচ্ছে; তারা কাশ্মীরের জনগণের ওপর জাতিগত নিধন চালাতে পারে, সবাইকে উচ্ছেদ করে দিতে পারে। পুলাওয়ামার মতো কাণ্ড ঘটতে যাচ্ছে আবার। এটা যে ঘটবে; তা আমি ভবিষ্যদ্বাণী করতে পারি।

 

তবে ভারত যদি পাকিস্তানের উপর আঘাত হানতে চায় তবে তার শক্ত প্রতিঘাত করবে পাকিস্তান এমন হুঁশিয়ারিও দিয়েছেন ইমরান খান। মঙ্গলবার (৬ আগস্ট) পার্লামেন্ট অধিবেশনে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

 

৩৭০ ধারার ফলে অনেক ক্ষেত্রেই স্বায়ত্তশাসিত ছিল জম্মু-কাশ্মীর। নিজস্ব সংবিধান, আলাদা পতাকা ও স্বতন্ত্র আইন বানানোর অধিকার ছিল ওই অঞ্চলের বাসিন্দাদের। তবে ৩৭০ ধারা বাতিলের ফলে এখন থেকে জম্মু-কাশ্মীরের পরিচিতি হবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত