
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলার গাওরামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জগামী এমকে সুপার পরিবনহনকে ওভারটেকিং করতে গিয়ে প্রাইভেটকার দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এক নারী ঘটনাস্থলেই মারা যায়।
ময়মনসিংহ হাসপাতালে নিহত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে ৩ বছরের শিশু নাহিদ ও শাহীনা আক্তারের (৪০)। তাদের বাড়ি নেত্রকোনার দূর্গাপুর উপজেলার চন্ডিগর গ্রামে। তারা নরসিংদীতে আত্মীয়র বিয়েতে যাচ্ছিলেন।
এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর, সমকাল ও যুগান্তর
