19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

মানবাধিকার লঙ্ঘন নয়, সুরক্ষায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

মানবাধিকার লঙ্ঘন নয়, সুরক্ষায় বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সম্ভব নয় বলে জানান প্রধানমন্ত্রী।

জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদান শেষে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বসে মঙ্গলবার ভয়েস অব আমেরিকায় সাক্ষাৎকার দেন তিনি। সংবাদ মাধ্যমটির বাংলা বিভাগের প্রধান শতরূপা বড়ুয়া এ সাক্ষাৎকার নেন।

এ সময় বাংলাদেশের মানবাধিকার, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মিডিয়ার স্বাধীনতা, আগামী নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় কঠোর আইন করা হয়েছে। গণতন্ত্র ব্যতীত ক্ষমতায় আসার অন্য কোনো উপায় নেই।

প্রধানমন্ত্রী বলেন, একসময় দেশের মানুষের মতপ্রকাশের অধিকার ছিল না। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে। মানবাধিকার সুরক্ষায় বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে আওয়ামী লীগ শাসনামলের নানা অর্জনের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

সাইফুল শাহীন/ফই

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত