21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত

বিশেষ সংবাদ

- Advertisement -

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফলতম সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। দুদিন ধরেই জ্বর, গা ব্যথা ও মাথা ব্যথায় ভুগছিলেন তিনি। আজ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকেই লড়ছিলেন মাশরাফি। ক্রিকেটার সত্তার বাইরে নিজের জনপ্রতিনিধি পরিচয়ে নড়াইলকে করোনামুক্ত করার লড়াইয়ে নেমেছিলেন সাবেক এই অধিনায়ক। দেশে করোনা সংক্রমণের পর থেকেই ক্রিকেটার ও জনপ্রতিনিধি হিসেবে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মাশরাফি। নিজের আসন ও জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। এর বাইরেও সব ক্রিকেটাররা মিলে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লড়াইয়ে যুক্ত হয়েছিলেন। নিজের খেলোয়াড়ি জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা ব্রেসলেটটিও নিলামে তুলেছিলেন। নিলাম থেকে প্রাপ্ত ৪২ লাখ টাকা গরিব ও দুস্থ মানুষদের সহায়তায় কাজে লাগানো হয়েছে।

মাশরাফি বিন মুর্তজা

এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। তবে সেটিও বেশ আগে। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন দুই সপ্তাহ। পরে বাসায় ফিরে সাবধানেই ছিলেন। বাইরে খুব একটা যাননি। তারপরও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়া থেকে।

এর আগে গত ১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকার মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর এসেছিল। তাঁরা বর্তমানে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে তার স্ত্রী-সন্তানদের কোনো উপসর্গ এখনও পর্যন্ত দেখা দেয়নি।

মাশরাফিসহ এখন পর্যন্ত ১৪ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত