
জটের শহরে আরেকটু স্বস্তি। চালু হলো মেট্রোরেলের পল্লবী স্টেশন। এই এলাকার বাসিন্দারা আগারগাঁও ও উত্তরা যেতে পারবেন হয়রানি ছাড়াই। এদিকে, সূচিতে কিছুটা পরিবর্তন। ঢাকার এই গণপরিবহন চলবে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
পল্লবী মেট্রোরেল প্ল্যাটফর্মে কথা হচ্ছিলো মাহবুবুর রহমানের সঙ্গে। তার ৭৮ বছর বয়সী মা থাকেন পল্লবীতে। সকালেই আগারগাঁওয়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেট্রোরেলে করে, মাকে দেখতে আসা তার।
দুয়ার খুললো মেট্রোরেল পল্লবী স্টেশনের। এ এলাকার কয়েক লাখ বাসিন্দা এখন যানজটের শহরে পাবেন যাতায়াতে স্বস্তি।
সকাল থেকেই যাত্রীরা আসতে থাকেন। কর্তৃপক্ষ বলছে, মার্চের মধ্যে উত্তরা-আগারগাঁওয়ের সবগুলো স্টেশন চালুর আশা তাদের।
সরেজমিনে দেখা গেল, উত্তরা থেকে পল্লবী, কিংবা আগারগাঁও থেকে পল্লবী যাত্রী কম। তবে পল্লবী থেকে দুদিকেই মানুষের যাতায়াত বেশি।
চালুর এক মাসের মাথায়, সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। সকাল ৮টার পরিবর্তে মেট্রোরেল চলবে সকাল সাড়ে ৮টায়। আর বেলা সাড়ে ১২টা।
