
রোজার আগেই দুঃসংবাদ। বাড়লো চিনির দাম। খোলা ও প্যাকেটজাত-দু রকমের চিনির দামই বাড়ালেন ব্যবসায়ীরা। এদিকে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
চিনির দাম বাড়ানোর জন্য দৌড়ঝাপ করছিলেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে বাড়তি দাম, ডলার সংকটসহ কয়েক কারণকে যুক্তি হিসাবে দেখান তারা।
শেষ পর্যন্ত প্যাকেট চিনির দাম কেজিতে ৪ টাকা, আর খোলা চিনির দাম বাড়ল ৫ টাকা। প্রতিকেজি প্যাকেট পহেলা ফেব্রুয়ারি থেকে কিনতে লাগবে ১১২ টাকা, আর খোলাটা ১০৭ টাকা। দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্য মন্ত্রী।
দুপুরে মতিঝিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। ডলার সংকটে খোলা যাচ্ছে না নিত্যপণ্যের ঋণপত্র। জানালেন, সরকারি চার ব্যাংক এ দায়িত্ব নিয়েছে।
বাজারে জিনিসপত্রের দামে মানুষ আগে থেকেই কষ্টে। সেখানে রোজার আগে নতুন করে তেতো হলো চিনি। অবশ্য, বাণিজ্য মন্ত্রণালয়, চিনিতে আরোপিত শুল্ক প্রত্যাহার চেয়ে চিঠি দিয়েছে রাজস্ব বোর্ডকে।
