
একক কাউকে নয়, র্যাবের ওপর নিষেধাজ্ঞা জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে। বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সন্তোষজনক সংস্কার এলে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় আসবে। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, এমন আশাবাদও জানান তিনি।
রাজধানীর গুলশানে, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানের আয়োজন করে সকালে। বিশিষ্ট ব্যক্তিদের ছুড়ে দেয়া এক গুচ্ছ প্রশ্নের মুখোমুখি হন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। উঠে আসে নির্বাচন, রাজনৈতিক সংঘাত, রোহিঙ্গা, বাণিজ্য-বিনিয়োগ, ইউক্রেন যুদ্ধসহ নানান প্রসঙ্গ।
বেশি গুরুত্ব পেয়েছে, আগামী সংসদ নির্বাচন। পিটার হাস বলেন, বাংলাদেশের কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। দেখতে চান সুষ্ঠু নির্বাচন।
র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গেও কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। বলেন, এই অবরোধ কোনো একক ব্যক্তির ওপরে নয়। সন্তোষজনক সংস্কার এলে, নিষেধাজ্ঞা প্রত্যাহার বিবেচনায় আসবে।
রোহিঙ্গা প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রেখেছে, বলেন পিটাস হাস। জানান, সহায়তা দেয়াও অব্যাহত থাকবে।
