
সরকারি সব সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনী জনসভা করছে প্রধানমন্ত্রী। নৌকায় ভোট চাইছেন। অভিযোগ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে কুমিল্লার বিভাগীয় সমাবেশে তিনি বলেন, জনগন এখন এ সরকারের বিদায় চায়।
কুমিল্লায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো ছিলনা বাস ধর্মঘট। তারপরেও প্রতিবন্ধকতা এড়াতে আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী দুইদিন আগেই উপস্থিত হয় কুমিল্লায়।
গতরাত থেকেই কুমিল্লার টাউন হল মাঠ ছিলো পরিপুর্ণ। সকালেই মিছিলের নগরীতে পরিণত হয় কুমিল্লা। আর বেলা বাড়ার সঙ্গে সমাবেশস্থল পুর্ণ হয়ে মানুষ ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তায়।
দুপুরে সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পর নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা জামানত হারাবে তাই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচনের কথা বলছে।
সরকার মিথ্যা বলছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন ঢাকায় দশ ডিসেম্বরের সমাবেশ বানচাল করার চেষ্টা চলছে।
দলটির নেতারা বলেন, দশ ডিসেম্বরের পর শুরু হবে এ সরকার পতনের মূল আন্দোলন।
সরকার আবার গায়েবি মামলা ও হামলা শুরু করেছে অভিযোগ করেন বিএনপি নেতারা। বলেন এসব করে নেতাকর্মীদের জেলে ভরে নির্বাচনী বৈতরণি পার হতে চায় আওয়ামী লীগ।
