Home শীর্ষ খবর সিলেটে বন্যার অবনতি; পানি বাড়ছে কুড়িগ্রামে, ভাঙন আতঙ্ক

সিলেটে বন্যার অবনতি; পানি বাড়ছে কুড়িগ্রামে, ভাঙন আতঙ্ক

সিলেটে বন্যার অবনতি; পানি বাড়ছে কুড়িগ্রামে, ভাঙন আতঙ্ক

সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার ক্ষত শুকায়নি এখনো। এর মধ্যেই ফের পানি বাড়ার পূর্বাভাস রয়েছে। গত দুদিনের বৃষ্টিতে সিলেটে আবারো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে, কুড়িগ্রামে ফের বাড়ছে নদ-নদীর পানি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে মানুষের।

স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট। বন্যার পানি ধীরে ধীরে নামলেও এখনো অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

এর মধ্যেই সকাল থেকে থেমে থেমে সিলেটে বৃষ্টি হচ্ছে। এ কারণে আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এ জেলায়।

এদিকে, কয়েকদিন ধরে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, আবারও বাড়তে শুরু করেছে ব্রহ্মপুত্র, দুধকুমার, ধরলা, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে গিয়ে জুলাইয়ের মাঝামাঝি সময়ে দেশের উত্তরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

সরকারের পাশাপাশি, বন্যাদুর্গতদের ত্রাণ দিচ্ছে বিভিন্ন সংগঠন। তবে, বেশিরভাগ এলাকাতেই এখনো সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here