
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির মিছিলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এদিকে, রাজধানীতে আয়োজিত সমাবেশে আগামী ২৫ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, বিকালে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম নগর বিএনপি। পরে কাজির দেউড়িতে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।
এক পর্যায়ে সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পণ্ড হয়ে যায় সমাবেশ।
এই ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ আটক করেছে কয়েকজনকে।
এদিকে, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে মিছিল-সমাবেশ করে বিএনপি। পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এতে দলটির নেতারা বলেন, হামলা-মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
ঐক্যবদ্ধ আন্দোলন করে এই সরকারকে বিদায় করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
