24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

৮ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সে.

বিশেষ সংবাদ

- Advertisement -

টানা কয়েকদিন ধরে তাপমাত্রা কমার প্রবণতা দেশজুড়ে। পৌষের মাঝামাঝি এসে, বেড়েছে শীত ও কুয়াশার দাপট। উত্তরের হিম হাওয়ার বেগ টের পাচ্ছে ঢাকাবাসী। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দিনাজপুরসহ দেশের ৮ জেলায়। এমন অবস্থা থাকবে আরও দুই তিন দিন।

ঘন কুয়াশায় রোদের দেখা নেই। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমেই চলেছৈ। গত কয়েকদিন ধরে সারাদেশেই অনুভূত হচ্ছে তীব্র শীত।

এমন অবস্থার মধ্যে রাতের তাপমাত্রা কমে গিয়ে দেশের আট জেলা শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। এসব জেলাগুলো হলো- রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।

সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। গতকাল একই তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি ছিলো একদিন আগে। তা আজ নেমেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আভাস বলছে, আরও কয়েকদিন আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পড়তে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, জানুয়ারি মাসেই বয়ে যেতে পারে ২-৩টি শৈত্যপ্রবাহ। এর মধ্যে একটি হতে পারে মাঝারি ধরনের।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত