
করোনা পরিস্থিতি মোকাবিলায় আবারো দেশের সব অফিস, অর্ধেক জনবল দিয়ে চালানোর নির্দেশনা আসতে যাচ্ছে। এমন পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান, ব্যক্তিগত পরিসরেও বন্ধ রাখতে হবে। তিনি জানান, সংক্রমণ বাড়ায় সরকার আতঙ্কিত না হলেও, চিন্তিত।
দেশে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এমন পরিস্থিতি আতঙ্কজনক নয়, তবে এতে সরকার চিন্তিত।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সংক্রমণ মোকাবিলায় ১১ দফা নির্দেশনা দেয়া হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়ার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ঘরের ভেতরে ব্যক্তিগত পরিসরেও বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে।
এদিকে, করোনা মোকাবিলায় দেশের সব অফিস, অর্ধেক জনবল দিয়ে চালানোর আদেশ আসছে আবারো। সভা সমাবেশ করতে হবে আরও সীমিত, নির্দেশনা দিতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
আহো/ফই
