
অবশেষে অধরা শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ইতিহাসগড়া এই খেলোয়াড়্ররা দেশে ফিরবে বুধবার দুপুরে। তাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা জানানো হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে বাংলাদেশ ফুটবল টিমের সানজিদা আখতারের ফেসবুক স্ট্যাটাস।
তিনি লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই’
গতকাল নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফের শিরোপার স্বাদ পেল বাংলাদেশ।
আগামীকাল এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের।
জাতীয় দলের নারী খেলোয়াড়দের বিভাগটা বরাবরই নিগৃহের শিকার। ক্রিকেট, ফুটবল দুই খেলাতেই। সে কারণে নারীদের টুর্নামেন্ট নিয়ে খুব একটা মাথাব্যথা থাকে না বোর্ড কর্তাদের। কিন্তু বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে বড় দুই সফলতা, সাফ ও এশিয়া কাপের শিরোপা দুটিই এসেছে বাংলার নারীদের হাত ধরে।
