বিপন্নতা ছিল বছর জুড়েই। কক্সবাজারের রোহিংগা শরণার্থি শিবির থেকে লাস ভেগাসের মিউজিক উৎসব- মানুষের হিংসা শিকার হয়েছে মানুষ। কাবুলের রাস্তায় , ইরাকের মসুলে কিংবা লন্ডনের রাস্তায় মানুষের হিংসায় পুড়েছে মানুষ। ২০১৭ জুড়ে বিশ্বজুড়ে এই মানবিক বিপন্নতার ছবি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। সেখানকার বাছাইকৃত ছবি নিয়ে এই আয়োজন।