এসকেএস-স্টাইলের আধা-স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে প্রায় ১২ ঘণ্টা ধরে ট্রাম্পকে নিশানা করার জন্য অপেক্ষা করছিলেন সন্দেহভাজন হত্যাচেষ্টাকারী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাড়ি মার-আ-লাগোর পাশে পাম বিচ এলাকায় গলফ মাঠের কাছে ঝোপের ভেতর লুকিয়ে ছিলেন তিনি। তার ফোনের জিও লোকেশন চেক করে এই তথ্য পেয়েছে তদন্তকারীরা।
অভিযুক্ত বন্ধুকধারী পুলিশ হেফাজতে রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অভিযুক্ত বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। বয়স ৫৮। সে এক সময় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ২০২২ সালে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে ইউক্রেনেও গিয়েছিলেন। তবে বয়সের কারণে পারেননি। ২০২২ সালের এপ্রিলে কিয়েভের স্বাধীনতা চত্বরে এক বিক্ষোভে দেখা গিয়েছিল রুথকে।
স্থানীয় সময় গত রোববার ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের মালিকানাধীন গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। দুপুর ১টা বেজে ৩১ মিনিটে (স্থানীয় সময়) হঠাত করেই তার দেহরক্ষী বাহিনীর এক সদস্য গলফ কোর্সের ছয় নং গর্তের কাছের ঝোপ থেকে একটি রাইফেলের নল বের হয়ে আসতে দেখেন।
ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা কর্মীরা গুলি করলে পালিয়ে যান বন্দুকধারী।তিনি ট্রাম্পের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ গজ দূরত্বে ছিলেন। ফেডারেল তদন্তকারীরা বলেন, বন্দুকধারীর দৃষ্টিসীমায় স্পষ্ট ছিলেন না ট্রাম্প।
তদন্তকারীরা বলেন, বন্দুকধারী কোনো গুলি ছোঁড়েননি। তিনি ঝোপ ও উঁচু পাম গাছের ভেতর লুকিয়ে ছিলেন।
ট্রাম্প মার-আ-লাগো’র বিলাসবহুল রিসোর্ট থেকে এক্সে লাইভ স্ট্রিম করে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। বলেন, সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিল সেখানে একজন বন্দুকধারী রয়েছে। তারা আমাকে সুরক্ষা দিতে ব্যস্ত হয়ে পড়ে। ট্রাম্প জানান, খুব কাছে থেকে ‘চারটি বা পাঁচটি’ গুলির শব্দ শুনেছিলেন।
এর আগেও অপরাধমূলক ঘটনায় জড়িয়েছিলেন ওয়েসলি রুথ। ২০২২ সালে নর্থ ক্যারোলাইনার বাড়িতে একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।