
আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চান ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। প্রথম প্রার্থী হিসেবে এরমধ্যেই কাগজপত্র দাখিল করেছেন। যুক্তরাষ্ট্রকে আবার মহান ও গৌরবময় করার অঙ্গীকার করেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো।
তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন ৭৬ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। যদিও মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে আশানুরূপ ফল পায়নি রিপাবলিকানরা। ঠিক এমন সময় এ ঘোষণা দিলেন তিনি।
মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগোতে এক অনুষ্ঠানে এক ঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো। আবারও ‘গ্রেট আমেরিকায়’ পরিণত করতে দেশটির প্রেসিডেন্ট হতে চান তিনি।
ভাষণে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্প বলেন, রিপাবলিকানদের কিছুটা ক্ষতি হয়েছে। যদিও ফলাফল নিয়ে কোনো অভিযোগ তুলেননি। দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে প্রার্থীতার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন ট্রাম্প।
বিশ্বকে চমকে দিয়ে রিপাবলিকান দল থেকে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ ছাড়েন তিনি।
যদিও নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেন তিনি। এখনও পর্যন্ত পরাজয় স্বীকার করেননি মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।
