
ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় আরও চার জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে। এক ব্যক্তি গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে কট্টর ডানপন্থী ব্রাদার্স অব ইতালি দলের নেতা জর্জিয়া মেলোনিকে গত ২২ অক্টোবর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।
দেশটির চলমান নান সংকটের মধ্যে রোমের একটি ক্যাফের ভেতর স্থানীয় ব্লক বাসিন্দাদের একটি কমিটির বৈঠক চলছিল। এ সময় ৫৭ বছরের এক ব্যক্তি সেখানে গুলি চালায়। এতে দেশটির প্রধানমন্ত্রীর বান্ধবী নিকোলেটা গোলিসানোসহ তিনজন নিহত হন। আহত হয়েছে আরও দুজন নারী ও দুজন পুরুষ। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। ইতালির লা রিপাবলিকা সংবাদপত্র জানিয়েছে, ফিদেনে এলাকার ওই ক্যাফেতে বৈঠকের কমিটির ভাইস প্রেসিডেন্ট লুসিয়ানা সোরবাও উপস্থিত ছিলেন।
রোমের মেয়র রোবের্তো গুয়ালতিয়েরি এই গুলির ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। কমিটির বোর্ডের কয়েক জনের সঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব ছিল হামলাকারীর।
