29 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৬, ২০২২

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: ধ্বংসস্তূুপে আটকা অনেকে, নিহত ১৬২

বিশেষ সংবাদ

- Advertisement -

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। আহত আরও কয়েকশ। বাস্তুচ্যুত হয়েছেন ১৩ হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তুপের নিচে এখনও অনেক বাসিন্দা আটকা পড়ে আছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে রাজধানী জাকার্তাও কেঁপে উঠে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিয়ানজুর শহর। বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা।

পশ্চিম জাভায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ২ হাজার ২০০টির বেশি বাড়ি ধসে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ ঘরছাড়া হয়েছে। ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানান পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল। তাদেরকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে।

ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এ সময় নগরীর প্রধান বাণিজ্যিক এলাকার দপ্তরগুলো লোকজনকে সরিয়ে নেয়া হয়। নিখোঁজদের সন্ধানে স্বজনেরা হাসপাতালে ভিড় করছেন। বিভিন্ন এলাকা থেকে হাসপাতালগুলোতে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে।

ভূমিকম্পের পর থেকে দুই ঘণ্টায় অন্তত ২৫টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

ভৌগোলিক কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি। দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ জোনে হওয়ায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়। ২০০৪ সালে সুমাত্রা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প ও পরে সুনামির আঘাতে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত