27 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

ইমরানকে আগলে রাখছে সমর্থকরা, ৩৩ পুলিশ আহত

বিশেষ সংবাদ

- Advertisement -

ইমরান খানকে গ্রেপ্তারে ফের পুলিশ ব্যর্থ। এবার পাঞ্জাব রেঞ্জার্সের একটি দল আদালতের আদেশ বাস্তবায়নের জন্য জামান পার্কের বাসভবনে পৌঁছেছে। পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ৩৩ পুলিশ আহত। এদিকে, বিবিসিকে এক সাক্ষাৎকারে পিটিআই প্রধানের দাবি, তাকে গ্রেপ্তারের চেষ্টা বেআইনিভাবে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে যাওয়া পুলিশ সদস্যদের সঙ্গে পিটিআইয়ের কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এতে ডিআইজিসহ ৩৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত হয়েছেন ইমরানের সমর্থকরাও।

ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই এমন অবস্থার সৃষ্টি হয়। মঙ্গলবার দিনভর চেষ্টা চালিয়েও ইমরানকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে পুলিশ। তাই বুধবার সকালে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য জামান পার্কের বাসভবনে পৌঁছেছে পাঞ্জাব রেঞ্জার্সের একটি সুসজ্জিত দল।

তবে এখনও পথ আগলে রেখেছে পিটিআই কর্মী ও ইমরান ভক্তরা। দফায় দফায় চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখনও ইমরানের বাসভবনের কাছে যেতে পারেনি কেউই।

এদিকে, চলমান অস্থিরতার মধ্যেই বিবিসিকে সাক্ষাৎকার দেন পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা ইমরান খান। তার মন্তব্য, কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তারে মরিয়া হয়ে উঠেছে। গ্রেপ্তারের চেষ্টায় কর্তৃপক্ষ আইনের বাইরে গিয়ে কাজ করছে বলেও দাবি ইমরানের।

সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছেন ইমরান।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত