24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

ওডেসার বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলা, অন্ধকারে ১৫ লাখ ইউক্রেনীয়

বিশেষ সংবাদ

- Advertisement -

রাশিয়ার ড্রোন হামলায় পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বন্দর নগরী ওডেসা। অন্ধকারে ডুবে আছে ১৫ লাখ বাসিন্দা। শুধুমাত্র হাসপাতাল ও জরুরি স্থানগুলোতে বিদ্যুৎ সরবরাহ আছে। হামলার সময় দুটি রুশ ড্রোন ভূপাতিত করে ইউক্রেন সেনারা। এদিকে, পুতিন-লুকাশেঙ্কোকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন রুশ নোবেল বিজয়ী।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু। শীতকে টার্গেট করে ইউক্রেনের জ্বালানী স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের গড় তাপমাত্রা প্রায় মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় প্রয়োজনীয় জ্বালানি ও বিদ্যুৎ না পেলে দেশটিতে লাখ লাখ মানুষের প্রাণহানী ঘটবে।

এরই মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় রাশিয়া কামিকাজি ড্রোন দিয়ে চালায়। এতে এই অঞ্চলের প্রায় সব জেলাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্ধকারে ডুবে আছে পুরো শহর। হামলার ক্ষয়ক্ষতি সামলাতে কমপক্ষে তিন মাস সময় লাগবে।

শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ আছে। শীত শুরুর সঙ্গে সঙ্গে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ছে ইউক্রেনীবাসী। তীব্র ঠাণ্ডায় ঘর গরম রাখতে যারা বিদ্যুতের ওপর নির্ভরশীল, তাদের অন্য জায়গায় চলে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশ্যে ঘোষণা দেন, ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা অব্যাহত রাখবে রাশিয়া।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত