
করোনা মহামারির সমাপ্তির পথে, বিশ্বজুড়েই সংক্রমণ নাটকীয়ভাবে কমছে। জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
রোগটি পুরোপুরি নির্মূল করতে এখনই সবদেশকে আপ্রাণ চেষ্টার আহ্বান জানান তিনি। বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ২০২০ সালের মার্চের পর গত সপ্তাহে করোনার সংক্রমণ সবচেয়ে কম হয়েছে। এখনও মহামারি শেষ হয়নি তবে সমাপ্তি দেখা যাচ্ছে। এসময় রোগটির বিস্তার না কমানো গেলে, এটি নতুন ভ্যারিয়েন্ট তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।