35 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

কাতারে ক্ষমতা বদলে দিতে চাইছে সৌদি-আমিরাত

বিশেষ সংবাদ

Rabi Shankar Das
Rabi Shankar Dashttp://www.nagorik.com
Rabi Shankar Das is a Social Media Expert, Writer & Digital Journalist. He is working in Bangladesh's Entertainment & News Media industry since 2018. Currently, he is the "In-Charge Of Online" at Nagorik Television.
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিরোধীদের সংগঠিত করার চেষ্টা করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এমনকি থানির পরিবারেও ভাঙন সৃষ্টির চেষ্টা চলছে বলে জানা গেছে।
কূটনৈতিক ও অথনৈতিকভাবে কাতারকে বর্জনে আন্তর্জাতিক সমর্থন পায়নি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় মাস ধরে চলা অবরোধের পরও প্রত্যাশামতো ফল না আসায় তারা এবার দেশটির আমিরের জনপ্রিয়তা হ্রাস করে ক্ষমতা বদল ঘটাতে চাচ্ছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন দুটি সংবাদমাধ্যমে কাতারের সাবেক আমির শেখ খালিফ বিন হামাদ আল থানির ছেলে শেখ সুলতান বিন সুহাইম আল থানির পক্ষে প্রচারণা চালাচ্ছে।
কাতার অবরোধ আরোপকারী দেশের সঙ্গে সরাসরি আলোচনায় বসাতে চায় বলে বেশ কিছুদিন থেকেই দেশটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃতি দিয়ে আসছে। কিন্তু নিজের সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় দিতে নারাজ তারা। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অবশ্য সংকট সমাধানে অনাগ্রহ দেখাচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায় কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বে অবরোধ আরোপকারী দেশগুলোকে সমঝোতার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও কংগ্রেস সদস্যদের সঙ্গে এক আলোচনায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি বলেছেন, শেখ তামিমকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যেকোনও চেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত।
শেখ মোহাম্মদ বলেন, কাতার এ ধরনের যেকোনও সমস্যায় ফ্রান্স, তুরস্ক, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সহায়তা পাবে বলে আশা করে। তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ থামিয়ে দেওয়ার জন্য আমাদের অনেক বন্ধু রয়েছে। তবে প্রতিপক্ষের আচরণের ধরনের কারণে আলোচনার টেবিলে নিজেদের জন্য সব বিকল্পই রাখতে হবে।’
///মাও
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত