- Advertisement -

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। ১৫ নভেম্বর সকালে র্যাঞ্চো তেহামার একটি এলিমেন্টারি স্কুলসহ কয়েকটি জায়গায় ওই বন্দুকধারী হামলা চালায়।
শিশুদের গুলি করার জন্য ওই হামলাকারী র্যাঞ্চো তেহামা এলিমেন্টারি স্কুলে ঢুকতে চাইলে স্কুলের কর্মীরা তাকে বাধা দেয়। তারা আগেই গুলির শব্দ শুনে স্কুলের সব পথ বন্ধ করে দেয়। তখন ওই হামলাকারী গাড়ি দিয়ে দরজা ও দেয়াল ভাঙার চেষ্টা করে ও একটি সেমিঅটো রাইফেল দিয়ে গুলি চালাতে থাকে। হামলাকারীকে গুলি করে হত্যা করে থামাতে হয়েছে। হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
মাহা//মাও
- Advertisement -
