- Advertisement -

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে, দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সাজা দিয়েছে দেশটির আদালত।
রয়টার্স জানিয়েছে, ইয়াংগুনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার এবং প্রায় সাড়ে ১১ কেজি সোনা ঘুষ নেয়ার মামলায় এ রায় এলো। শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা।
তার মধ্যে প্রথম দুর্নীতি মামলায় তার সাজার রায় এল। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে, ৭৬ বছর বয়সী এই নেত্রীর।
- Advertisement -
